সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় একটি বাড়ির সানসেট ধসে পড়ে তন্দ্রা মন্ডল (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) উপজেলার পাকশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত তন্দ্রা মন্ডল সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের পাকশিয়া গ্রামের স-নাতন মন্ডলের স্ত্রী।
মৃতের স্বামী সনাতন মন্ডল জানান, সকালে তারা পুরাতন ঘরের চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় ঘরের সানসেট ভেঙে তার স্ত্রীর মাথায় পড়ে।- এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।