Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৪:৪৩

বক্তব্য দিচ্ছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: কুয়াকাটায় ‘ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালায় অংশ নেন জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরের ৬০ জন কর্মকর্তা।

কর্মশালাটি অনুষ্ঠিত হয় বেসরকারি সংস্থা কোডেক-এর ট্রেনিং সেন্টারে। এসময় ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনকালীন কোনো অসঙ্গতি পরিলক্ষতি হলে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার চাইলে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধপরিকর। এজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর