Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পাথরবাহী ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৪:১২ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৪:৫১

সিএনজিটি সিলেট থেকে পর্যটকদের নিয়ে সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন মো: জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটক। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন-সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সিএনজিটি সিলেট থেকে পর্যটকদের নিয়ে সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। সিএনজিটি ভোলাগঞ্জ পয়েন্টে আসা মাত্রই পাথরবাহী ট্রাক্টর দ্রুত গতিতে মহাসড়কে উঠার সময় সেটিকে চাপা দেয়।

বিজ্ঞাপন

এসময় সিএনজি অটোরিকশার চালকসহ ছয় জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবাইকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর