Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৪:২৪ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৪:৫৬

উত্তরা-পশ্চিম থানা।

ঢাকা: রাজধানীর উত্তরা সোনারগাও জনপথ রোডের নাভানা ওভাল ভবনে লিফটের সামনে নারীদের উত্ত্যক্তের ঘটনায় ছয়দিন পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ। পদস্থ কর্মকর্তাদের নির্দেশের পর মঙ্গলবার মাঝরাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ এই মামলা নথিভুক্ত করে। উত্ত্যক্তকারী ও তার সহযোগী কেউ এখনো আটক হয়নি। এর আগে, নারী উত্ত্যক্তকারী রায়হান নামে ওই যুবককে রক্ষায় সমঝোতার জন‍্য ফেডেক্সের অন‍্যান‍্য লোকজন রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে চাপ প্রয়োগের চেষ্টা করে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ রহিম মোল্লা জানান, পুলিশ মামলা রেকর্ড করেছে। কেউ আটক হয়নি।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে একটি গ্রুপ অব কোম্পানীর এমডি ও তার মেয়ে (প্রতিষ্ঠানের পরিচালক) ওই ভবনের পঞ্চম তলায় তাদের অফিস থেকে নিচতলায় নামতে যান। তখন লিফটের ভেতরে ৫/৬ জন ব্যক্তি থাকায় তারা উঠতে না পেরে সহযোগিতা চান। এর মধ্যে এক যুবক তাদের উদ্দেশ্য করে অশোভন আচরণ, অঙ্গভঙ্গি করে কুরুটিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে। এরপর লিফট নিচে নেমে যায়। দুই নারী তাদের অফিসে ফিরে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবক ফেডেক্স কুরিয়ার সার্ভিসের স্টাফ রায়হান বলে শনাক্ত করেন। একই দিনে তারা বিল্ডিং এসোসিয়েশনের সদস‍্য আব্দুল মজিদকে জানিয়ে প্রতিকার চান। তবে ফেডেক্সের অসহযোগিতার কারণে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে আব্দুল মজিদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পাঁচদিন আগে ইভটিজিংয়ের শিকার ওই দুই নারী গত ২৬ অক্টোবর রোববার দুপুরে একই ভবনে রায়হানকে লিফটে দেখে অস্বস্তি বোধ করেন এবং নামতে বলেন। তারা তাকে বলেন, তার বুথ গ্রাউন্ড ফ্লোরে সে কেন গ্রাউন্ড ফ্লোর থেকে বেইজমেন্টে নেমেছে এবং লিফট থেকে না নেমে আবারও কেন ওপরে যাচ্ছে? এতে রায়হান উত্তেজিত হয়ে গালাগালি করতে থাকে।

নিডিয়ার হাতে আসা সিসিটিভি ফুটেজেও রায়হানকে গ্রাউন্ড ফ্লোর (যেখানে ফেডেক্স এর বুথ) থেকে উঠতে দেখা যায় এবং বেইজমেন্টে লিফট থামলে সে না নেমে নারীদের দেখে লিফটে থেকে যাওয়ার চেষ্টা করে। আর দুই নারী তাকে বার বার লিফট থেকে নামতে ইশারা করছিলেন। এক পর্যায়ে রায়হানকে উত্তেজিত হতে দেখা যায়। তখন রাম কৃঞ্চ এসে রায়হানকে লিফট থেকে নামিয়ে নিলে দুই পক্ষের মধ‍্যে হাতাহাতি হয়। এ ঘটনায় রাম কৃষ্ণ রায় ও তার সহকর্মী হাসিম উদ্দিন আহত হলে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে নারীকে উত্ত্যক্ত ও তাদেরকে মারধর করার লিখিত অভিযোগ করেন থানায়। পুলিশ তদন্তের নামে সময়ক্ষেপণ করে।

এদিকে, ঘটনা আঁচ করতে পেরে নারী উত্ত্যক্তকারী ওই যুবক ফেডেক্সের কয়েকজনের যোগসাজশে থানায় পালটা অভিযোগ করে। পুলিশ রাম কৃষ্ণ রায়কে ঘটনাটির মীমাংসা করতে সময় দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় দুই নারীর বিরুদ্ধে করা উত্ত্যক্তকারী রায়হানের দেওয়া অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে থানা। বিষয়টি ডিএমপির পদস্থ কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে রাত ১টার দিকে রাম কৃষ্ণ রায় কার্জীকে থানায় ডেকে নিয়ে রায়হানের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগে মামলা রেকর্ড করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম জানান, নারী উত্ত্যক্তেরর ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে। রায়হানসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর