ফরিদপুর: ফরিদপুরে পিস্তলের মুখে গৃহবধুর স্বর্ণালংকার ছিনতাই ও অপর একটি ছিনতাইয়ের সময় নার্স অরুনীমা ভৌমিককে রিকশা থেকে ফেলে হত্যার ঘটনার প্রধান আসামি শরিফুল ইসলাম ওরফে ডন শরিফ এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১০ অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় পালানোর সময় শরিফুল(৩৮) ও তার সহযোগী রায়হান মোল্লা (২৫)-কে ফরিদপুরের সালথা উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল, ধারালো চাকু, দেড় কেজি গাঁজা, একটি পালসার এবং আরওয়ান ফাইভ মডেলের দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া শরিফুলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
শরিফুল ফরিদপুর সদর উপজেলার কবিরপুর গ্রামের ফারুক শেখের ছেলে এবং তার সহযোগী রায়হান মোল্লা একই গ্রামের আলতাফ মোল্লার ছেলে।
গত ২১ অক্টোবর ভোরে শহরের উত্তর শোভারামপুর এলাকার গৃহবধূ মঞ্জু রানী দাস তার বাড়ির সামনে পরিচ্ছন্নতা কাজ করার সময় শরিফুল ও তার সহযোগী মোটরসাইকেলযোগে এসে পিস্তলের মুখে তার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ব্যবহৃত আর-১৫ মডেলের মোটরসাইকেলটি গত ৬ আগস্ট পাবনা থেকে চুরি করে আনা।
এর আগে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সকালে শরিফুল ও তার সহযোগীরা একই কায়দায় ছিনতাই করে। সে সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স অরুনীমা ভৌমিক ছিনতাইকারীদের হাতে নিহত হন। শরিফুল ওই মামলার প্রধান আসামি।
এদিকে গ্রেফতার শরিফুলের দেওয়া তথ্যানুসারে পাবনা থেকে চুরি করে আনা একটি মোটরসাইকেল খুলনা থেকে উদ্ধার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।