Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের ঝটিকা মিছিল
পুলিশ ও ডিবির অভিযানে গ্রেফতার ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৫:২৮

ঝটিকা মিছিলের দায়ে গ্রেফতার ব্যক্তিদের একাংশ। ছবি: সারাবাংলা

কুমিল্লা: আওয়ামী লীগের ঝটিকা মিছিলের কারণে জননিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে । শুক্রবার (৩১ অক্টোবর) রাত থেকে শনিবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের কাছ জানা যায়, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহার, রওশন আলী মাষ্টার ও এহতেশামুল হক রুমীসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় টাকা পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল করাচ্ছে। এক্ষেত্রে ৫০ সেকেন্ড স্থায়ী মিছিলে অংশগ্রহণকারীকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।

বিজ্ঞাপন

তারা আরও জানায়, একেবারে সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। টাকার বিনিময়ে করা মিছিলে কিছু কিছু নির্দলীয় ভাড়াটে লোকও রয়েছে, যারা মাইক্রোবাস ও সিএনজি যোগে নিজ এলাকার বাইরে গিয়ে এই কাজ করে। আবার সোস্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে উস্কানি দিচ্ছে।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রবিরোধী অপরাধমুলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃংখলা সৃষ্টি করা এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এ পর্যন্ত ৫০ জনের মতো আটক করেছি। অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর