Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৬:৫৭

পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে যাত্রা শুরু করে ভাষা ও বির্তক ক্লাব। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: শিক্ষার্থীদের ও মনন বিকাশ, যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ বাংলাদেশে মেধাবী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

ক্লাবটির সূচনালগ্নে শনিবার (১ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগার ভাষা ও বির্তক ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ছয়টি বিদ্যালয়ের সমন্বয়ে পার্লামেন্টারিয়ান বির্তক প্রতিযোগিতা। এতে স্পিকারের দ্বায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করে ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে পঞ্চগড় নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের সদস্য অ্যাড. আহসান হাবীবের সঞ্চালনায় ও আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মব করে শিক্ষকদের দ্বায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঘটনা ছিল চরম দুঃখজনক। এসব ঘটনা থেকে শিক্ষার্থীদের সরিয়ে এনে মেধা ও মনন বিকাশ এবং যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ভাষা ও বির্তক ক্লাবের উদ্বোধন করা হয়েছে। এখানে বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দেওয়া হবে। এতে করে তারা ভাষা শিখে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবে।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, প্রায় ৬৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথম ভাষা এবং বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগষ্ট বিপ্লবের পর এই ঐতিহ্যবাহী পাঠাগারটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। পঞ্চগড়ের তরুণদের দাবির প্রেক্ষিতে নজরুল পাঠাগারে ভাষা ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এটা একটি নতুন এবং দৃষ্টান্তমূলক উদ্যোগ।

সারাবাংলা/জিজি