রংপুর: সাংবাদিকদের আর্থিক-কর্মক্ষেত্র নিরাপত্তা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। দাবি না মানলে ঢাকায় বৃহৎ সমাবেশ ও যমুনা ঘেরাও কর্মসূচিও পালন করা হবে বলে জানানো হয়।
আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা, সাপ্তাহিক ছুটি দু’দিন, সাগর-রুনিসহ সব হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল, পৃথক শ্রম আদালত, অভিন্ন ওয়েজ বোর্ড, সংবাদপত্রের করপোরেট ট্যাক্স ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমানোসহ ২১ দফা অবিলম্বে কার্যকর করতে হবে। দাবি না মানলে সারা দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে লং মার্চ পালন করবেন।
সংহতি প্রকাশ করে রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিসিএ, বেরোবিসাস, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের নেতারা অংশ নেন।
বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ২১ দফা দাবিতে আন্দোলন চলছে। ঢাকায় বিএফইউজে-ডিইউজে নেতৃত্বে ৫ নভেম্বর লং মার্চের প্রস্তুতি চলছে। রংপুরের এ কর্মসূচি সেই আন্দোলনের অংশ।