হিন্দি টেলিভিশনের অন্যতম তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। প্রায় ১৫ বছরের দাম্পত্যজীবন তাদের। সেই সম্পর্কই নাকি শেষের মুখে। গত আগস্ট মাসেই নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাদের। সম্প্রতি জয় তার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলেছেন মাহির সব ছবি। একই কাজ করেছেন মাহিও। শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি খোরপোশ চেয়েছেন প্রায় পাঁচ কোটি টাকা।
সম্প্রতি এই খবর চারপাশে ছড়িয়ে পড়তেই মাহি বলেন, ‘প্রমাণ থাকলে তবেই কথা বলবেন।’ তিনি জানিয়েছেন, তার কাছ থেকে কিছু শোনা না পর্যন্ত কোনও ভুয়া কথায় কেউ যেন বিশ্বাস না করেন।
তিনি বলেন, ‘এসব খোরপোশ আমি বুঝি না। স্বামী টাকা রোজগার করছেন মানেই তার উপর নিজের অধিকার হবে তেমন নয়। আর পথ আলাদা হয়ে গেলে তো কথাই নেই। যে রোজগার করে টাকা তার।’
যেসব নারীর উপার্জন নেই তারা খোরপোশ নিতে পারেন বলে মাহি মনে করেন। তিনি আরও বলেন, ‘যে নারীরা রোজগার করতে পারবেন তাদের স্বামী বা পিতার উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই তো। রাস্তা আলাদা হলে, নিজেকে রোজগার করতে হবে।’ পাশাপাশি মাহি এটাও জানান, জয় তার পরিবারের অংশ।