Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ, দাদা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ২২:৫৪

নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে দাদা শাফি শিকদার গ্রেফতার। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলার ভাঙ্গায় পাঁচ বছর বয়সী নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে ৭৫ বছর বয়সী দাদা শাফি শিকদারকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

শাফি শিকদার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের প্রয়াত রজ্জব সিকদারের ছেলে। ওই শিশুটির সম্পর্কে চাচাতো দাদা! শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টার দিকে শিশু মেয়েটিকে ১০ টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে শিশুটির চাচাত দাদা শাফি শিকদার নিজের ১ তলা ভবনের ভেতরে ডেকে নিয়ে যায়। এ সময় শাফি শিকদারের বাড়িতে কেউ ছিল না। এর পর শাফি শিকদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে দাদা তেল দিলে সে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশি কয়েক নারী ওই ঘরে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এরপর বিষয়টি জানাজানি হয়। স্থানীয় মাতুব্বররা শাফি শিকদারের শাস্তির আশ্বাস দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। ঘটনার একদিন পর শনিবার (১ নভেম্বর) দুপুরে শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘এ বিষয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। শিশু মেয়েটির বাবা শনিবার দুপুরে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। শনিবার সন্ধ্যায় এ মামলার আসামি শাফি শিকদারকে গ্রেফতার করা হয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে আইনানুগ নেবে বলে জানান ওসি।

সারাবাংলা/পিটিএম