Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১২:২৬

নবীনগর থানা।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে আধিপত্য বিস্তার ও ডাকাতির ভাগ নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনায় শিপন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে। গুলিতে ইয়াসিন ও নূর আলম নামে আরও দুইজন আহত হয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাতের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাত ৮টার দিকে বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় রিফাত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শিপনসহ তিনজন গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

তাদের প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগাভাগি নিয়ে এই সংঘর্ষ ঘটেছে। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

শাপলা কলিতেই সম্মত এনসিপি
২ নভেম্বর ২০২৫ ১৬:৪২

নিবন্ধন ফিরে পেল জাগপা
২ নভেম্বর ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর