ঢাকা: জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
রোববার (২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অনেকে বিএনপির নোট অব ডিসেন্টের বিরোধিতা করে দাবি করছেন যে দলটি ক্ষমতার ভারসাম্য চায় না, কিন্তু প্রকৃতপক্ষে সনদের প্রস্তাবনাগুলোই নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট করবে।’
নাছির উদ্দিন নাছির উদাহরণ হিসেবে উল্লেখ করেন, প্রস্তাবিত সনদে সরকারি-বিরোধী দলের প্রতিনিধিত্বের অনুপাত এমনভাবে নির্ধারিত হয়েছে যে সরকারি দল সর্বত্র সংখ্যালঘু অবস্থানে পড়বে। যেমন—পিএসসি নিয়োগ কমিটি: তিনজন বিরোধী দলের ও দুজন সরকারি দলের সদস্য।দুদক নিয়োগ কমিটি: তিনজন বিরোধী দলের ও একজন সরকারি দলের প্রতিনিধি। ন্যায়পাল নিয়োগ কমিটি: তিনজন বিরোধী দলের, দুজন সরকারি দলের ও দুজন নিরপেক্ষ সদস্য।মহাহিসাব নিরীক্ষক নিয়োগ কমিটি: পাঁচজন বিরোধী দলের ও দুইজন সরকারি দলের প্রতিনিধি।
তিনি বলেন, ‘এতে সরকারি দল সংখ্যালঘু হয়ে যাবে, ফলে নির্বাচিত সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়বে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিরোধী দলের নির্দেশনায় চালানো যাবে না।’
নাছির আরও বলেন, দলের প্রধান কে হবেন, তা দলের নিজস্ব সিদ্ধান্ত—প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবেন না এমন বিধান মৌলিক অধিকারের পরিপন্থী।
পোস্টের শেষে তিনি লেখেন, ‘বিএনপি এই বিষয়গুলোতেই নোট অব ডিসেন্ট দিয়েছে। এসব প্রস্তাব গ্রহণ করা হলে নির্বাচিত সরকার ক্ষমতাহীন হয়ে পড়বে এবং গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হবে। তাই নোট অব ডিসেন্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।’