Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন আন্দোলনের নামে সড়ক অবরোধ, ঢাকায় যানজট বৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৬:৪৮

ছবি: সংগৃহীত

ঢাকা: বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি আরম্ভ করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান যানজটের ভোগান্তি সম্পর্কে অবহিত করেন।

এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া, চাকুরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

বিজ্ঞাপন

শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর