ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কারাগারের মালামাল বহনকারী ট্রাকচাপায় সোহাগ হাওলাদার (৩০) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে সহকর্মীরা ওই ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম জানান, সোহাগের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার পূর্ব চরপদ্ম গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জ জনজিরা এলাকায় থাকতেন তিনি। তারা ঠেলাগাড়ির দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পৌছানোর কাজ করতেন।
তিনি আরও জানান, তারা কয়েকজন বংশাল আগামসি লেন থেকে ঠেলাগাড়ি বোঝাই করে ইট নিয়ে চকবাজার এলাকায় যাচ্ছিলেন। গাড়ি নিয়ে নাজিমুদ্দিন রোডের বড় মসজিদ এলাকায় আসলে কারাগারের মালামালা বহনকারী একটি ট্রাক ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হয় সোহাগ। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় অবহিত করা হয়েছে।