চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নে পথসভায় বিজিএমইএয়ের ও জেলা সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘বিএনপি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ চায় ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। আগামী বছর ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন। এ নির্বাচনের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এর আগে, দিনের নির্বাচন হয়েছিল রাতে, যা আমাদের অজানা নয়। এসব দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অতিষ্ট, বিরক্ত। আর আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, আমরা ফ্যাসিস্ট সরকারের সময় অত্যাচারিত, নির্যাতিত ও নিপিড়িনের শিকার হয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আশা করছি এ সরকার একটি সুন্দর নির্বাচন দেবে। ভোটারদের মতামতের প্রতিফল যাতে ঘটে সেই ব্যবস্থা করা হবে। আমরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাচ্ছি এবং দলের পক্ষে অনেকগুলো যুক্তি দেখাচ্ছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি দলীয়ভাবে এ রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়ে দিয়েছিল। এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। যেকোনো মানুষ যত বেশী ক্ষমতাবান হবে সেই মানুষ তত বেশী স্বৈরাচার হবে। বাংলাদেশের ইতিহাসে মানুষ বিএনপির প্রতি আস্তা রেখে বারবার ভোট দিয়েছে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে আমরা দেশ পরিচালনা করেছি, আমরা বিরোধী দলে থেকে দায়িত্বশীল ভুমিকা রেখেছি। আমাদের দল ক্ষমতায় গেলে আমরা রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করব, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে।’
তিনি শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা, কানাইডাঙ্গা, শীবনগর, হুদাপাড়া, কুতুবপুর, পীরপুরকুল্লা গ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে সারাদেশে তৃণমূল পর্যায়ে উন্নয়ন হবে।
২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতাকে দুঃস্বপ্ন উল্লেখ করে তিনি বলেন, এদেশের পলাতক ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকারের মত আর কোনো ফ্যাসিস্টের জন্ম হোক এবং দিনের ভোট রাতে আমরা তা চায়নি।
পথসভায় তার সঙ্গে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শীর্ষস্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং মহিলা দলের নেতৃবৃন্দ।