Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৬:১২ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৭:০৯

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই)। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ নভেম্বর) মূল্যসূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬ পয়েন্টে। যা আগের দিন ৩০ পয়েন্ট বেড়েছিল।

রোববার ডিএসইতে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৬৬ লাখ টাকার বা ১৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৮টি বা ৩২.৪১ শতাংশের। আর দর কমেছে ২০৭ টি বা ৫২.৪১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১৯ শতাংশের।

বিজ্ঞাপন

অপর দিকে সিএসইতে রোববার ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৬৫ টির এবং পরিবর্তন হয়নি ২৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩১৭ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/ইআ