Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিসিসিআইয়ে নতুন প্রশাসক অতিরিক্ত সচিব আবদুর রহিম খান

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৬:০৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৭:০৯

এফবিসিসিআই’র নতুন প্রশাসক হিসেব দায়িত্ব নিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান – (ছবি : সংগৃহীত)

ঢাকা: দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) -এর প্রশাসক হিসেব দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

রোববার (২ নভেম্বর) সকালে সংগঠনটির প্রশাসক হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এফবিসিসিআই জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২ এর ধারা ১৭ এর অধীনে মো. আবদুর রহিম খান এফবিসিসিআই‘র প্রশাসক নিযুক্ত হন। ওই আদেশ অনুযায়ি, তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের মাধ্যমে নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর