Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তঃএমএফএস লেনদেনের শুরুতেই ধাক্কা

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৬:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৮:৫১

ঢাকা: বাংলাদেশে আন্তঃমোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) লেনদেনের উদ্যোগের শুরুতেই বড় ধাক্কা খেলো কেন্দ্রীয় ব্যাংক। দেশের সবচেয়ে বড় দুই এমএফএস প্রতিষ্ঠান- ‘নগদ’ ও ‘বিকাশ’ এখনও এই সেবায় যুক্ত হতে পারেনি। লাইসেন্স জটিলতায় নগদ’ এবং নিরাপত্তা ঘাটতি জনিত কারণে বিকাশ এখনো এ প্রক্রিয়ায় যুক্ত হয়নি বলে জানা যায়।

রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “নগদের লাইসেন্স জটিলতার কারণে আপাতত আন্তঃএমএফএস সেবায় নগদকে যুক্ত করা হয়নি। গভর্নর দেশে ফিরলে আজ (রোববার) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

তিনি জানান, নিরাপত্তা ঘাটতির কারণে বিকাশ আপাতত আন্তঃলেনদেনে অংশ নিতে পারছে না। এজন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে তিন মাস সময় চেয়েছে।

এদিকে, ঠিক কতগুলো প্রতিষ্ঠান এখন পর্যন্ত আন্তঃএমএফএস লেনদেনে যুক্ত হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ রোববার বিকেলের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রযুক্তিগত জটিলতার মধ্যেও এ উদ্যোগ কতটা যৌক্তিক—এমন প্রশ্নে মুখপাত্র বলেন, “টেকনোলজি নির্ভর লেনদেন থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে। তাই জ্ঞান ও সক্ষমতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।”

বিকাশের পক্ষ থেকে হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “বিকাশ শুরু থেকেই আন্তঃলেনদেন সেবা চালুর উদ্যোগের সঙ্গে যুক্ত আছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এ সেবা চালুর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “তবে এই ব্যবস্থায় অন্যান্য অংশীজনদের প্রস্তুতির ওপর কার্যকারিতা নির্ভর করছে। আমরা শক্তিশালী অথেন্টিকেশন ও স্তরভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি, যাতে লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কোনো বিরোধ দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই গ্রাহকরা পূর্ণাঙ্গ সেবাটি ব্যবহার করতে পারবেন।”

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আন্তঃএমএফএস সেবায় পর্যায়ক্রমে ৪২টি ব্যাংক ও সব এমএফএস প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর