Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের অর্থ আত্মসাতে সাউদার্নের ২ কর্মকর্তা, দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৬:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সরোয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শিক্ষকদের ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ও বিশ্ববিদ্যালয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক আলমগীর হোসেন মামলাটি করেছেন বলে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ জানিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের ছয় কোটি তিন লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা ২০১০ সালের ৩০ জুন থেকে ২০২৪ সালের ২২ জুন পর্যন্ত জমা করা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। সেই টাকা কোষাধ্যক্ষ সরোয়ার জাহান বিভিন্ন সময়ে উত্তোলন করে ব্যয় করেছেন, যার কোনো ভাউচার জমা করেননি এবং কোন খাতে তা ব্যয় করেছেন তারও কোনো তথ্য তিনি দিতে পারেননি।

বিজ্ঞাপন

এছাড়া সরোয়ার জাহান ব্যাংক এশিয়ার অধীনে ‘এজেন্ট সাউদার্ন ইউনিভার্সিটি’ নামে একটি এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। কিন্তু সেখানে থেকে কোনো কমিশন বিশ্ববিদ্যালয় তহবিলে জমা করেননি। উল্টো ২০২১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মচারীর বেতন বাবদ ৮৮ হাজার ৭৩৮ টাকা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতিসাধন করেছেন।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, কোষাধ্যক্ষ সরোয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মোজাম্মেল হকের স্বাক্ষরে চেকের মাধ্যমে এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংকের হিসাব থেকে ইলিয়াছ নামে এক ব্যক্তিকে ২৮ লাখ আট হাজার ৯৯০ টাকা ঋণ পরিশোধ দেখিয়ে উত্তোলন করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় ঋণ নেওয়ার বিষয়ে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি।

এসব অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।