Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৮:৪৭

আটক সাত শিকারি। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বনবিভাগের পতাকা লাগিয়ে সুন্দরবনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় সাত শিকারিকে আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় আর বাকি ছয়জন রামপাল উপজেলায়।

সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টাকালে সাতজনকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রেখেছিল। এরা সবাই দুবলার চরে রাস উৎসবে যোগ দিতে চেয়েছিলেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের নিকট থেকে ১০০ হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, একটি বনবিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার বক্স ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দুটি, ত্রিপাল তিনটি ও দুটি ড্রাম জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।