সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মো. জসিম আহমদ। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার লামা ঝিংগাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন রাজাগঞ্জ ইউনিয়নের নওয়ামাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি দেড় বছর আগে বিয়ে করেছিলেন। তার ছয় মাসের একটি সন্তানও রয়েছে৷ তার এই আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কানাইঘাটের লামা ঝিংগাবাড়ী গ্রামে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
জসিম আহমদ রাজাগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পেশাগত কাজের সুবাদে লামা ঝিংগাবাড়ী গ্রামে গিয়েছিলেন। সেখানে একটি বাড়ির রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের হাই ভোল্টেজ তারের সংস্পর্শে আসেন। বিদ্যুতায়িত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্থানীয়রা।
রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গভীর দুঃখপ্রকাশ করে বলেন, ‘আমার ইউনিয়নের নওয়ামাটি গ্রামের জসিম আহমদ লামা ঝিংগাবাড়ী গ্রামে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেছেন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন হঠাৎ ও মর্মান্তিক মৃত্যুতে নওয়ামাটি গ্রামসহ গোটা রাজাগঞ্জ ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে।