Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে নিখোঁজের ২ দিন পর আরও এক শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৮:৪১

ঝিনাই নদীর সামনে স্থানীয়দের ভিড়।

জামালপুর: জেলার মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নদীতে ডুবে মৃত পাঁচজন শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

রোববার (২ নভেম্বর) মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকায় দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে ঝিনাই নদী থেকে নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

আরও পড়ুন: জামালপুরে নদীতে গোসল করতে নামা ৩ শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ দুই

এর আগে, গত শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করার সময় পানিতে ডুবে যায় পাঁচজন শিশু। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা সন্ধ্যায় দুই ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে কুলসুম ও বেশাখী নামে দুই শিশু। ঘটনার পরদিন শনিবার সকালে কুলসুমের মরদেহ উদ্ধারের পর বিকেলে অভিযান শেষ করে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

আজ সকালে স্থানীয়রা নিখোঁজ বৈশাখীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর