উত্তর ইতালির অর্টলেস পর্বতমালায় তুষারধসে পাঁচ জার্মান পর্বতারোহী নিহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল প্রায় ৪টার দিকে চিমা ভারতানা এলাকার কাছে ৩ হাজার ৫০০ মিটার (১১ হাজার ৫০০ ফুট) উচ্চতায় আরোহণের সময় তারা তুষারধসের কবলে পড়েন বলে উদ্ধারকারী দল জানিয়েছে।
উদ্ধারকর্মীরা জানায়, শনিবারই দুই পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২ নভেম্বর) সকালে আরও দুই জনের একজন পুরুষ ও তার ১৭ বছর বয়সী মেয়ের মরদেহ পাওয়া যায়।
আলপাইন রেসকিউ দলের মুখপাত্র ফেদেরিকো কাটানিয়া বলেন, ‘তারা তুষারধসের ফলে উপত্যকার নিচের অংশে গড়িয়ে পড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় উদ্ধারকারী দল উপত্যকায় ফিরে যাচ্ছে।’
প্রাথমিক তথ্য অনুযায়ী, পর্বতারোহীরা তিনটি পৃথক দলে ছিলেন এবং তারা স্বাধীনভাবে আরোহণ করছিলেন। উদ্ধারকারী দল জানায়, কেন তুলনামূলক দেরিতে ওই সময়েও তারা আরোহণ করছিলেন, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনা থেকে দুইজন পুরুষ বেঁচে যান এবং হেলিকপ্টারে করে তাদের নিকটবর্তী বোলজানো শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ টিরল অঞ্চল জার্মান পর্যটকদের কাছে জনপ্রিয় পর্বতারোহণের গন্তব্য। এ অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ অর্টলেসের উচ্চতা ৩ হাজার ৯০৫ মিটার।