Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথবাহিনীর অভিযানে ৪০টি ককটেল উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২১:৫০

যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা ককটেল। ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের বৈখর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বসতবাড়ি ও ড্রেন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়।

রোববার (২ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসভার বৈখর এলাকার সেলিনা আক্তারের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বালতি ভর্তি প্রায় ৪০টি তাজা ককটেল, দুইটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, একটি ধারালো ছুরি এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। এছাড়া ঘটনাস্থল থেকে ৯৫টি জর্দা তৈরির কৌটা পাওয়া গেছে।

অভিযানে সেনাবাহিনীর ১৯ বীর ইউনিটের সদস্যরা ও মুন্সিগঞ্জ সদর ক্যাম্পের আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. হাসান বেপারী (৩৬) সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারির ভাগ্নে জামাই।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘মোল্লাকান্দি এলাকায় সম্ভাব্য সহিংসতায় ব্যবহারের উদ্দেশ্যে এসব ককটেল তৈরি ও মজুদ করা হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় সেনা ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিষ্ফোরক উদ্ধার করেছে।’

ওসি আরও জানান, ‘আনোয়ার হোসেনের বসতবাড়ির পাশে কাজ করতে গিয়ে স্থানীয়রা ড্রেনের ভেতরে বালতিতে ককটেল দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।’

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি এম সাইফুল আলম।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর