Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, বৃষ্টিও বাড়তে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২১:৪৯

ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে, মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বরে দেশের সামগ্রিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। পাশাপাশি মাসের দ্বিতীয়ার্ধ থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা এখনও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া, দেশের কোথাও কোথাও ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, বিশেষ করে নদী অববাহিকা এলাকায়।

আবহাওয়া অফিস জানায়, সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ু বিদায়ের পরও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপগুলোই এখন শীত মৌসুমের শুরুতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি করে। তাই নভেম্বর মাসজুড়ে উপকূলীয় এলাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর