Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ঢুকে ফসল নষ্ট, স্থানীয়দের প্রতিরোধে পালিয়ে গেল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৯:৫২ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২১:৪৮

পালিয়ে যাচ্ছে বিএসএফ সদস্যরা। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকের রোপণ করা ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনার মুহুর্তেই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর প্রতিবাদে পিছু হটে বিএসএফ। খবর পেয়ে বিজিবি এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

রোববার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর কুশিয়ারা নদীর পাড় সীমান্তে এ ঘটনা ঘটে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক চলছে। এছাড়া সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর