ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী গণভোট কুতর্ক থেকে বিএনপি ও জামায়াতকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
রোববার (২ নভেম্বর) রাজরানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গণভোট করবেন কিনা জানতে চাইলে পাটওয়ারী বলেন, এখন গণভোট নিয়ে বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থানে আছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখছি, আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলকে আহ্বান জানাব নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন।
তিনি বলেন, গণভোট ইলেকশনের দিনও হতে পারে, আগেও হতে পারে। গণভোট আগে দিল যে উপকারিতা, এই ইলেকশনের দিন দিলেও একই উপকারিতা।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন খুব ধীরগতিতে চলছে। দেশে ইলেকশনের ডামাডোল অলরেডি শুরু হয়েছে। আমরা নির্বাচনের আবহের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি নির্বাচনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয়, তাতে আমরাও অংশগ্রহণ করতে চাই।
এনসিপি-এর মুখ্য সমন্বয়ক বলেন, দ্রুত গতিতে যাতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আমরা মাঠে প্রতীক নিয়ে যাব এবং আগামীতে ইনশাআল্লাহ ধানের শীষ এবং শাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে।