ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, নবনির্বাচিত কমিটির অভিষেক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রঞ্জন চন্দ্র দে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আলী মাউন পিয়াস। উদ্বোধন ও শপথ পাঠ করান শহীদ মীর মুগ্ধের পিতা ও জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য মীর মোস্তাফিজুর রহমান বাবুল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কবি ও গীতিকার দেওয়ান দিদারুল আলম মারুফ, জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আনোয়ার আহম্মেদ লিটন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আল আমিন শাহীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবুল চৌধুরী এবং উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাছু।
প্রধান অতিথি রঞ্জন চন্দ্র দে বলেন, ‘ইতিহাস কখনও মুছে যায় না, ইতিহাসের ভিত্তিতেই গড়ে ওঠে ঐতিহ্য। ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করতে হবে।’
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জেলার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা শহীদ উবায়দুর রউফ পলুর স্মৃতি সংরক্ষণ ও তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি রেলওয়ে স্টেশন চত্বরে স্থাপন করার দাবি জানান।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।