Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের পুনঃনির্বাচিত আমিরকে চরমোনাই পীরের শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ২১:৪৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২৩:২২

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনঃনির্বাচিত আমির ডা. শফিকুর রহমানকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার (২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ডাক্তার শফিকুর রহমান তার দ্বীনি জজবা ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তার নেতৃত্ব জামায়াতে ইসলামী ও দেশের জন্য কল্যাণের বাহন হবে বলে আমি বিশ্বাস করি।

বয়সের বাঁধাকে উপেক্ষা করে তিনি যে উদ্যোমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন তার মধ্যে আগামীর বাংলাদেশের জন্য শুভ বার্তা রয়েছে। আমি তার সুস্থ্যতা কামনা করি এবং আমিরের দায়িত্ব পালনে আল্লাহর রহমত ও দয়া তার সঙ্গী হোক সেই প্রত্যাশা করি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর