Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল আওয়ামী লীগ ও জাপার ৯ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ২২:০৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২৩:৫২

প্রতীকী ছবি।

‎বরিশাল: ‎বরিশালে পৃথক দুই মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ‎উচ্চ আদালতের জামিন শেষে রোববার (২ নভেম্বর) দুপরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয় ওই নেতারা। আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

‎কারাগারে যাওয়া নেতারা হলেন, বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন পণ্ডিত, ইউপি সদস্য মোশারেফ তালুকদার ও ইলিয়াস মেলকার, যুবলীগ নেতা কাজী লিয়াকত হোসেন এবং হুমায়ন কবির। ‎জাপা নেতারা হলেন, আক্তার রহমান সপ্রু, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও মো. জুম্মান।

‎মামলার বরাতে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, গত ২০ জুলাই হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা হয়। মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের নেতারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। তারা মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

‎অপরদিকে গত ৩১ মে বরিশাল নগরীতে জাতীয় পার্টি একটি মিছিল বের করে। মিছিলে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। ঘটনাস্থলে থাকা গণঅধিকার পরিষদের নেতারা তাদের সরকারবিরোধী স্লোগান না দেওয়ার অনুরোধ করে। তখন জাতীয় পার্টির নেতারা হত্যার উদ্দেশে হামলা করে গণঅধিকার নেতাকর্মীদের আহত করে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের মহানগর সভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে মামলা করে। ‎ওই মামলার আসামি হিসেবে জাতীয় পার্টির নেতারা উচ্চ আদালত থেকে জামিন নেয়। জামিনের মেয়াদ বাড়াতে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুলসহ ৫ নেতা আদালতে হাজির হয়। বিচারক মহসিন উল ইসলাম হাবুলের জামিন আবেদন মঞ্জুর করেন এবং অপর চারজনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর