Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি পুলের ভিম বিক্রি, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ২৩:০৬ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২৩:০৮

পিরোজপুর: জেলার ইন্দুরকানী উপজেলায় সরকারি পুলের ভিম (লোহা কাঠামো) বিক্রির সময় দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) আহ্বায়ক মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি ভিম মোড়েলগঞ্জের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ভ্যানটি বাগোলেরহাট বাজারে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ মালামাল আটক করে থানায় খবর দেন।

খবর পেয়ে ইন্দুরকানী থানার এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি মালামালসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

আটকরা হলেন— মোড়েলগঞ্জ উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে ভাঙারী ব্যবসায়ী আতিয়ার শেখ (৪৫) এবং একই গ্রামের আইউব আলীর ছেলে ভ্যানচালক সাজু (৩০)।

ভ্যানচালক সাজু বলেন, ‘আমাদের গ্রামের ভাঙারি ব্যবসায়ী আতিয়ারের নির্দেশে আমি এই মালামাল এনেছি।’

ভাঙারি ব্যবসায়ী আতিয়ার শেখ জানান, ‘পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের চাচাতো ভাই সোহেল হাওলাদার আমাকে ফোন করে জানায় সরকারি পুলের ভিম বিক্রি করা হবে। পরে আমি ৩৬ টাকা কেজি দরে কিনে বিকাশে দুই হাজার টাকা পাঠাই। আগেও সোহেলের কাছ থেকে এমন মালামাল নিয়েছি।’

স্থানীয় বাসিন্দা পিয়াল হোসেন বলেন, ‘ভ্যানচালককে জিজ্ঞাসা করলে সে জানায় মালামাল চেয়ারম্যানের বাড়ি থেকে এনেছে। তখন আমরা সন্দেহজনক মালসহ ভ্যান আটক করি এবং পুলিশে খবর দেই।’

অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন, ‘ভিম বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। চেয়ারম্যান বর্তমানে এলাকায় নেই, বিষয়টি তাকে জানানো হয়েছে।’

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর বলেন, ‘সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা দায়ের করেছে। আটক আসামি আতিয়ারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর