ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচ তলায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রাথমিকভাবে শিক্ষার্থীদের ঘাড়, কাঁধ, হাঁটু, পা এবং ব্যাকপেইনের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা বলেন, ‘বাইরে এই ধরনের চিকিৎসা নেওয়া অনেক সময়সাপেক্ষ ব্যাপার। ক্যাম্পাসে যেহেতু এই ধরনের একটি সুন্দর আয়োজন করা হয়েছে তাই এখানে চিকিৎসা নিতে আসছি। এতে সময়ের অনেক সাশ্রয় হচ্ছে।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে বড় কোনো হসপিটাল নেই, সেহেতু সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এর আগেও আমরা মেডিকেল ক্যাম্প করেছি। আজকে আমরা ছয়টি সেবা নিশ্চিত করার জন্য ফিটনেস কার্যক্রম পরিচালনা করছি। শিক্ষার্থীদের যাদের ঘাড়, কাঁধ, হাঁটু, পা এবং ব্যাকপেইনের সমস্যা আছে তাদের বিভিন্ন বুথের মাধ্যমে সেবা প্রদান করছি।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের শারীরিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ এই ফিটনেস কর্মসূচির আয়োজন করা হয়ছে।