Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ নভেম্বর থেকেই উত্তরাঞ্চলে শীতের আগমন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ০৯:৩৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১২:৫৮

রংপুরে শীতের সকাল। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। এরপর নভেম্বরের শেষ নাগাদ সারাদেশেই জেঁকে বসতে পারে শীত। অন্যদিকে, এ মাসেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে তিনটি লঘুচাপ, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেইসঙ্গে, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতও হতে পারে নভেম্বরজুড়ে, যা বাড়িয়ে দেবে শীতের অনুভূতি।

সোমবার (৩ নভেম্বর) আবহাওয়া অধিদফতর প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। দেশের বিভিন্ন স্থানে এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে, আবহাওয়া বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানায়, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে দেশের শীত মৌসুমের সূচনা হতে পারে। মাসের শেষ দিকে শীতের প্রভাব ছড়িয়ে পড়বে সারাদেশে।

তবে, ডিসেম্বরের আগে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, “নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায়। পরে ধীরে ধীরে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। ঢাকায় শীত ভালোভাবে অনুভূত হবে ডিসেম্বরের প্রথমার্ধে।”

বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর