Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৬:৪৭

কোলাজ ছবি : সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর এবারের নির্বাচনে সংগঠনের বর্তমান সভাপতি সাইফুল ইসলাম সভাপতি পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন ১ জন প্রেসিডেন্ট, ১ জন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ১ জন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক। নির্বাচিতরা আগামী দুই বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

নির্বাচিতরা হলেনন— প্রেসিডেন্ট: সাইফুল ইসলাম, পরিচালক, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: মো. মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ভাইস প্রেসিডেন্ট: মো. নাফিজ-আল-তারিক, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন–– এম রাফিউজ্জামান বোখারী, ব্যবস্থাপনা পরিচালক, এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড, ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক, এস সি এল সিকিউরিটিজ লিমিটেড, মো. নাদিম, ব্যবস্থাপনা পরিচালক, আর এন ট্রেডিং লিমিটেড, আহমেদ কবির মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, আজম সিকিউরিটিজ লিমিটেড, আর. ওয়াই. শমসের, ব্যবস্থাপনা পরিচালক, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড, আমিনুল ইসলাম, সিইও, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, আলহাজ্বা নাহিদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেড, নাঈম মো. কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড, মোহাম্মদ ইব্রাহিম, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ডা. ওসমান গনি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এক্সপো ট্রেডার্স লিমিটেড, খন্দকার শফিকুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড ও শরীফ আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএআর সিকিউরিটিজ লিমিটেড।