নাটোর: জেলার সিংড়া সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
রোববার (২ নভেম্বর) বিকেলে সিংড়া সার্কেল অফিস পরিদর্শন করেন তিনি।
পুলিশ সুপার সিংড়া সার্কেলাধীন থানা সমূহের মুলতবী মামলা তদন্ত ও ওয়ারেন্ট তামিলে সংশ্লিষ্ট অফিসারদের তদারকি এবং সার্কেল অফিসের রেজিস্টার পত্রাদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য সহকারী পুলিশ সুপার এবং সিংড়া থানার ওসিকে নির্দেশনা দেন।
তিনি সিআর মামলা তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের যথাযথ তদন্ত নিশ্চিত করতে এবং এএসপিকে নিয়মিত মনিটরের ওপর জোর দেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামান উপস্থিত ছিলেন।