Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বুপ্রেনরফিন মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৬:৪৭

আটক ফিরোজুল একজন পেশাদার মাদক কারবারি। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গার রাধানগর এলাকা থেকে ভয়াবহ মাদক ২৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ফিরোজুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, রোববার (২ নভেম্বর) রাত ১২টার দিকে জেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক মাদক কারবারী ফিরোজুল ইসলাম সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে রোববার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় নঁওগা থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা একতা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি ফিরোজুল ইসলামকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় ২৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ফিরোজুল একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে তিনি জানান। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/জিজি