Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির দফতর সেল থেকে সরে দাঁড়াচ্ছেন সিফাত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৬:০৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৬:৪৬

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দলটির দফতর সেলের প্রধান পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলের ‘যুগ্ম সদস্যসচিব’ কিংবা ‘সদস্য’ পদে থাকা নিয়ে তার কোনো আপত্তি নেই।

সোমবার (৩ নভেম্বর) দলটির বিশ্বস্ত এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন সিফাত। তার দেওয়া পত্রটি সংশ্লিষ্টদের বিবেচনাধীন রয়েছে।

সিফাত পদত্যাগপত্রে উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আমি আন্তরিকতার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির দাফতরিক কার্যক্রম পরিচালনা করে আসছি। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটিতে সহ-মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছি। তবে সাম্প্রতিক সময়ে আমার উপলব্ধি হয়েছে, পার্টিকে প্রাতিষ্ঠানিকভাবে যথাযথভাবে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছি না। যার বহুবিধ সাংগঠনিক কারণ বিদ্যমান এবং যা আপনাদের নিকট সময়ে সময়ে উপস্থাপিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, নিজস্ব সীমাবদ্ধতা ও সাংগঠনিক অসহযোগিতার প্রেক্ষিতে আমি স্বেচ্ছায় দফতর সেলের প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। তবে পার্টির একজন ‘যুগ্ম সদস্যসচিব’ কিংবা ‘সাধারণ সদস্য’ হিসেবে পার্টির যেকোনো কার্যক্রমে সর্বদা সম্পৃক্ত থাকতে আগ্রহী থাকব।

সারাবাংলা/এফএন/এইচআই