ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার (০৩ নভেম্বর) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া ৭৫ শতাংশের বেশি কোম্পানির দর পতন ঘটেছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১ পয়েন্টে। যা আগের দিন ৬ পয়েন্ট কমেছিল।
সোমবার ডিএসইতে ৫১৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের কার্যদিবসে ছিল ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৬ কোটি ১৪ লাখ টাকা বা ৫ শতাংশ।
সোমবার ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৫টির বা ১১.৩১ শতাংশের। আর দর কমেছে ৩০০টির বা ৭৫.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৩টির বা ১৩.৩২ শতাংশের।
অপরদিকে সিএসই-তে সোমবার ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৩৩টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৮ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়েছিল।