Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরখাস্ত শিক্ষকের জোরপূর্বক যোগদান চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:০৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৭:১২

শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে এলাকার সচেতন অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করে। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়া সদরের পাঁচবাড়ীয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির দায়ে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক মো. এনামুল হক রাজাপুর ইউনিয়নের জাহাঙ্গীরের সহযোগিতায় বিদ্যালয়ে জোরপূর্বক যোগদানের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে এলাকার সচেতন অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সাময়িক বরখাস্তকৃত শিক্ষক এনামুল একজন দুষ্টু প্রকৃতির লোক। তিনি দীর্ঘদিন ধরে পাঁচবাড়ীয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। এমনকি ছাত্রীদের অভিভাবক মা-বোনদেরকেও যৌন হয়রানি করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তার অত্যাচারে এর আগে অনেক ছাত্রী এই প্রতিষ্ঠানে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা এ ধরণের শিক্ষককে প্রতিষ্ঠানে চাই না। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে কোনো ছাত্রীই নিরাপদে থাকবে না।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম স্বপন জানান, ‘সভাপতি নির্বাচিত হওয়ার পরে আমার প্রথম চ্যালেঞ্জ ছিল সহকারি শিক্ষক এনামুলের যৌন হয়রানির বিষয়টি। এরপর স্কুল থেকে তার বিরুদ্ধে বোর্ডে একটি মামলা করা হয়। সেখান থেকে আমাদের রায় দেওয়া হয় বিষয়টি পুনরায় তদন্তের জন্য। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু ওহাব জানান, ‘শিক্ষক এনামুলের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনায় ২০২৩ সালের ১ আগস্ট ১০ থেকে ১৫ জন ছাত্রী লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলাও হয়। তারপর থেকে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন। কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে, আদালত এবং বোর্ড তার পক্ষে রায় দিয়েছে। এটি সম্পন্ন মিথ্যা। তার পক্ষে কোন রায় হয়নি। শিক্ষাবোর্ড থেকে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর