Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের নতুন কার্যনির্বাহী কমিটি

গোবিপ্রবি প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৫ ১৮:০৭

সভাপতি পুষ্পিতা রঞ্জন এবং সাধারণ সম্পাদক তাসফিয়াহ তাসনিম। ছবি: সারাবাংলা

গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পুষ্পিতা রঞ্জন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসফিয়াহ তাসনিম।

রোববার (২ নভেম্বর) গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা ড. নিয়াজ আল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্যবিশিষ্ট তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি পুষ্পিতা রঞ্জন বলেন, ‘জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সংগঠন, যারা আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করে। ইতোমধ্যে আমরা দক্ষিণবঙ্গের সবচেয়ে প্রভাবশালী যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এমন একটি সংগঠন, যার গণ্ডি কেবল ৫৫ একর নয়, বরং পুরো বাংলাদেশ—সেই সংগঠনের প্রধান হয়ে গোবিপ্রবিকে আরও গর্বের সঙ্গে দেশের সামনে উপস্থাপন করাই আমাদের একমাত্র লক্ষ্য।’

সাধারণ সম্পাদক তাসফিয়াহ তাসনিম বলেন, ‘জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলকে ধন্যবাদ আমাকে এই দায়িত্ব পালনের যোগ্য মনে করার জন্য। আশা করি, সবার সহযোগিতা ও সম্মিলিত চেষ্টায় আমি এবং আমার এই পুরো কমিটির সদস্যরা আমাদের ক্লাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব।’

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালার আয়োজন করে আসছে। জানা গেছে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল আগামী ১৪ ও ১৫ নভেম্বর তাদের আন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ আয়োজন করবে।