Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২০:৩৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ২১:৩১

ইকবাল হাসান মাহমুদ টুকু, ভিপি আয়নুল হক, এম. আকবর আলী, আমিরুল ইসলাম খান আলীম এবং ডা. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটি সদস্যদীয় আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মনোনয়নের তালিকা ঘোষণার পর থেকে জেলাসহ বিভিন্ন উপজেলায় প্রার্থীদের সমর্থকেরা আনন্দ মিছিল বের করে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে সারা দেশের ২৩৭টি আসনের তালিকা প্রকাশ করেন।

নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনে এখনো কোনো প্রার্থী চুড়ান্ত করা হয়নি। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। একারণে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জেলা বিএনপি’র উপদেষ্টা ও জাতীয় পার্টি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর