ঢাকা: অক্টোবর মাসেও দেশের রফতানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের তুলনায় শেষ হওয়া অক্টোবরে রফতানি আয় কমেছে সাড়ে ৭ শতাংশ। আর মাসটিতে পোশাক খাতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ৮ শতাংশ।
সোমবার (৩ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, গত বছরের অক্টোবরে যেখানে দেশের রফতানি আয় ছিল ৪ হাজার ১৩০ মিলিয়ন ডলার, সেখানে চলতি বছরে অক্টোবরে রফতানি হয়েছে মাত্র ৩ হাজার ৬২৭ মিলিয়ন ডলার। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৪১ শতাংশ বেশি হলেও গত বছরের চেয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ কম।
এদিকে, অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) রফতানি হয়েছে ১৬ হাজার ১৩৭ মিলিয়ন ডলারে পণ্য, গত অর্থবছরে এই আয় ছিল ১৫ হাজার ৭৮৬ মিলিয়ন ডলার। প্রথম চার মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২২ শতাংশ।
ইপিবির তথ্যমতে, গেল তিন মাস ধরে দেশের পোশাক রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। আগস্টে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ, সেপ্টেম্বরে ৫ দশমিক ৬৬ শতাংশ ও অক্টোবরে পোশাকে নেতিবাচক প্রবৃদ্ধি ৮ দশমিক ৩৯ শতাংশ।