Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ৯ নারী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২২:৩৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ০০:২৯

বিএনপির সম্ভাব্য নারী প্রার্থীরা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত বিএনপির ২৩৭ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন পেয়েছেন ৯ জন নারী।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই তিনটি আসনে প্রার্থী হয়েছেন— দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। তবে দলের বাকিদের মধ্যে মাত্র আট নারী পেয়েছেন মনোনয়ন।

নারী প্রার্থীদের তালিকা— নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম নায়াব ইউসুফ আহমেদ ও সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর।

বিজ্ঞাপন

অনেকেই বলছেন, এবার কিছু নতুন মুখ জায়গা পেয়েছেন প্রার্থী তালিকায়। বিশেষ করে সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪) মানবাধিকারভিত্তিক আন্দোলন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক হিসেবে পরিচিত; আর সানসিলা জেবরিন (শেরপুর-১) তরুণ প্রজন্মের রাজনীতিতে সক্রিয়।

প্রার্থী ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেছেন, ‘যোগ্যতা, মাঠে সক্রিয়তা ও জনপ্রিয়তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’ তবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কিছু আসনে পরিবর্তন বা সংযোজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর