ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন হেভিওয়েট প্রার্থী হলেন দলটির আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামীর আমির ২০১৮ সালে ঢাকা-১৫ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের কামাল মজুমদারের সঙ্গে পরাজিত হন। তার সঙ্গে অপেক্ষাকৃত নবীন প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। যুবদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন এই আসনের ধানের শীষের কান্ডারি হয়েছেন।
অপর দিকে খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে লড়তে হবে ওই আসনের নতুন প্রার্থী বিএনপি মনোনীত আলী আসগর লবিকে। আলী আসগর লবী আগে খুলনা-২ সদর আসনের এমপি ছিলেন। ২০০১ সালের নভেম্বর মাসে বেগম খালেদা জিয়ার ছেড়ে দেওয়া খুলনা-২ আসন থেকে উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এবার ফুলতলা-ডুমুরিয়া থানা নিয়ে গঠিত খুলনা-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। এবার তাকে এমপি হতে শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে।
আলী আসগর লবীকে ২০০৭ সালের জুলাইয়ে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে বিএনপি থেকে পদত্যাগ করেন। তখন তিনি বলেছিলেন অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। দীর্ঘ ১৮ বছর পর গত ২৯ মে-২০২৫ তিনি আবার প্রকাশ্য রাজনৈতিক মঞ্চে আসেন।