কুমিল্লা: কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
সোমবার (৩ নভেম্বর) রাতে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
জানা যায়, মনোনয়ন তালিকায় ইয়াসিনের নাম না থাকায় রাত সাড়ে ৮টার দিকে তার অনুসারীরা নগরীর কান্দিরপাড় এলাকায় জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে বিক্ষোভ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী আমিনুর রশিদ ইয়াসিন দীর্ঘদিন ধরে কুমিল্লা-৬ আসনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ ১৬ বছর বহু নির্যাতনের স্বীকার হয়েছেন। তৃনমুল নেতাকর্মীদের পাশে ছিলেন সবসময়। এ রকম নেতা মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।