Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মনোনীত বিএনপির আলহাজ মুশফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ০৮:৪৫

আলহাজ মুশফিকুর রহমান।

ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সচিব, সাবেক এমপি আলহাজ মুশফিকুর রহমান।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে সাবেক এমপি বর্ষিয়ান রাজনীতিবিদ মুশফিকুর রহমানের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, আসনে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরমধ্যে ছয়জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে তাদের মধ্য থেকে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়ার জন্য দলের কাছে দাবি জানান। শেষ মুহুর্তে ঐক্যের প্রার্থীদের মধ্যে সবচেয়ে প্রবীণ, প্রজ্ঞাবান, সাবেক এমপি মুশফিকুর রহমান মনোনয়ন লাভ করেন।

বিজ্ঞাপন

এদিকে, আখাউড়া-কসবা আসনে মুশফিকুর রহমান মনোনয়ন পাওয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কসবার বিভিন্ন ইউনিয়ন ও পৌরশহরের কড়ইতলা বিএনপির কার্যালয় সহ উপজেলার কয়েকটি এলাকায় নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করে প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর