Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১১:৪৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১২:৫৯

চুয়াডাঙ্গা-১ আসনে শরীফুজ্জামান শরীফ ও চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার রাজনীতিতে বহুল প্রতীক্ষিত মনোনয়ন পর্বের অবসান ঘটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন এবং এই দুই গুরুত্বপূর্ণ আসনে শক্তিশালী সাংগঠনিক নেতৃত্বের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এবং বিজিএমইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

বিজ্ঞাপন

এই মনোনয়নকে দলের একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে তার পরিচিতি, শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা এবং অর্থনৈতিক খাতে তার নেতৃত্ব স্থানীয় ভূমিকা এই আসনে দলের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছে বিএনপি। এর মাধ্যমে দল সাংগঠনিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দু’জন নেতাকে দলীয় মনোনয়ন দিল।