ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য ইতোমধ্যে নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণের ওপর ‘ট্রেনিং অব ট্রেইনার্স (ToT)’ কোর্স অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা লামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দফতর জানায়, আসন্ন সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যালোচিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি পুলিশ সদস্যকে আরও দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল করে গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) নির্বাচনি প্রশিক্ষণ নিবিড় তদারকির জন্য পুলিশের সব ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। পুলিশ সদর দফতর থেকে প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে মনিটর করা হচ্ছে।
আইজিপি গত রবিবার (২ নভেম্বর) রাজশাহী ও বগুড়া সফর করেন। তিনি মাঠপর্যায়ের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।
চলমান নির্বাচনি প্রশিক্ষণ আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত চলবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের জন্য এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম।