বগুড়া: বগুড়ার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ১৩ কেজি গাঁজাসহ মো. আব্দুল আজিজ (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল আজিজ লালমনিরহাট জেলার তেলীপাড়া গ্রামের মৃত ফুল মামুনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ককশীটে মাছের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরে সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয় শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বাসের একটি ককশীটের বক্সের মধ্যে মাছ ও বরফ দিয়ে বিশেষ কৌশলে সাদা পলিথিনে মোড়ানো গাঁজা ১৩ কেজি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আজিজকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।