কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গড়াই নদীর রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীরা জানান, সকালের দিকে গড়াই রেল সেতুর পাশে পাশে এক ব্যাক্তির গলা কাটা মরদেহ দেখতে পেয়ে কুমারখালী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পৌড়াদাহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ‘সকালে গড়াই রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।‘